যেদিন জীবনে প্রেম সম্পর্কে কিছু কিছু জেনেছি
সেদিন থেকে মনে মনে তোমায় ভালবেসেছি।
পড়ালেখায় মন বসে না তোমায় পড়লে মনে,
প্রেমের লিপি দিতে চাই রাগ করো না মোর সনে।
কোথাও যেতে যখন আমি ঘর থেকে বের হই,
তোমাকে দেখার জন্য ওগো, পথ চেয়ে চেয়ে রই।
বিকেল বেলা ফুটবল খেলতে মাঠে ছুটে যাই,
খেলাধূলায় মন বসে না, কি করি ভেবে না পাই?
পুকুর পাড়, বিল পেরিয়ে খালের পাড়ে যাই
সেখান থেকে মুখটি তোমার যদি দেখতে পাই।
শিমুল তলায় বসে আমি কত কিছু কল্পনা করি
তোমার কথা ছাড়া আর কিছুই না তো স্মরি।
পাড়ার ছেলেরা তোমার নামে কুৎসা রটালে
প্রতিবাদে ফুঁসে উঠি হাতের কাজটি ফেলে।
বলতো আমায় তোমাকে ভাবলে এমন কেন লাগে
তোমাকে নিয়ে কেন আমার এত শংকা জাগে?
বলতো আমায়, সত্যি করে ভালবাসো কিনা,
নাকি আমায় দেখলে তোমার লাগে প্রচ- ঘৃণা?
খিলখিলিয়ে তোমার হাসি হৃদয়ে ঝড় তোলে
বলো আমায়, ভালবেসে তুমি যাবে নাকো ভুলে?
ভালবাসা ছাড়া তোমার কাছে কিছু নাহি চাই
তোমার হৃদয়ে গহীনে যদি একটু জায়গা পাই।
প্রেম নিবেদন করছি আমি সাড়া দাও তুমি তাতে
এমন ভাবে বলবে যেন কেউ না পারে জানতে!