ফাগুনের শুভেচ্ছা নিয়ে চৈত্রে পদার্পণ
হিম ভাব পেরিয়ে উষ্ণতাকে স্বাগতম!
আর কত দূরে কাঙ্খিত চৈত্রসংক্রান্তি
নয়া দিগন্তের হাতছানি চুকিয়ে ভ্রান্তি?
ফালি ফালি মেঘ ভারি হাওয়া একরাশ
কৃষাণীর গগনে চাহনি মৌনতা বিশ্বাস।
নিত্যদিনের রাঙা সূর্য পূবদিকে হাসে
মধুর মধুর শৈশবস্মৃতি মনেতে ভাসে।
আহা হা! দিবস-রজনী কত ছুটাছুটি
গোধূলি বেলা ধীরে চলে পা গুটি গুটি,
কাঠফাটা রোদেলা দিন খুনসুঁটি শেষে
ঘর্মাক্ত মুখখানি মা আঁচল দিয়ে মুছে।
মেঠোপথে শুভ্র গালিচায় চৈত্রযাপন
কল্পনার ভেলায় দেখি সুখের অণুরনন!
।। ১৫ চৈত্র। ১৪২৩।।