১.
চমৎকার লেখনি
সর্বজন চমৎকৃত
আমরা সবাই উপকৃত।

যদি হয়
আমাদের ভুল
বিশ্বাস করুন অনিচ্ছাকৃত।

২.
জীবন তরী
হঠাৎ রুদ্ধ
খুনী তো আত্মস্বীকৃত।

পাপের ঠেলায়
বুঝবে তিনি
হবে সে গণধিকৃত।

৩.
ইতিহাস রচনা
অসাধ্য সাধনা
কাম্য নয় বিকৃত।

হয়ে গেছেন
কারো কাছে
তিনি কমদামে বিক্রিত!

৪.
আসলে সমাজে
পচন ধরেছে
নৈতিকতা বর্জিত।

কতশত লোক
সাধু বেশে
করছেন কাজ গর্হিত।

৫.
চাকরি প্রার্থী
ভাইভা বোর্ডে
সিলেকশান স্থিরকৃত।

কন্যা দানে
শ্বশুর বাধা
বাসর হলো বিলম্বিত।