(গানটিতে যে কেউ সুরারোপ করতে পারেন)
পাখি রে তুই চিনলি নারে আপন ঘর
আমারে বানাইলি তুই পর,
তোর লাইগা হইলাম আমি বিবাগী
ভব সংসারের মায়া ত্যাগী
এখন পথই হল আমার ঠিকানা জনম ভর।। ঐ
তোর লাইগা নিশি রাইতে কত চোখের জল
বিছানাটা শূন্য রইল, নেই কোন সম্বল
একদিন শুনি আমি পিরিতের সেই ভরা কলস
তোরে নাকি কোন্ রসিয়া করেছে বশ
নতুন করে শুরু হল প্রেম পিরিতির জ্বর!! ঐ
এখন তুই আছিস বেশ সুখে নাগরের সংসারে
আমি অভাগা কাইন্দা মরি জীবন নদীর তীরে
বিধল রে প্রেমধ্বংসী বাণ ছুটে না আর
উতাল পাতাল বৃন্দাবন নদী পাহাড়
সেই নদীতে জেগেছে এবার ভাঙ্গনের চর।। ঐ