এক.
নগ্নতাকে ওরা বলে, শিল্প-সংস্কৃতি
আমি বলি, সুস্থ মাথা বিকৃতি!
দুই.
অশ্লীলতাকে ওরা বলে, আধুনিকতা
আমি বলি, চরিত্র ধ্বংসের অশুভ বার্তা।
তিন.
ধর্ম বিরোধিতাকে ওরা বলে, প্রগতি
ধর্মগ্রন্থ বলে, ইহকাল-পরকাল দুর্গতি।
চার.
সত্য-সুন্দরের ওরা সাক্ষাত দুশমন
বিনাশ করতে চায় কারা নিখিল ভুবন?