নিকট ভ্রাতৃপ্রতীম, নাছির বিন ইব্রাহীম
কাব্যবৃষ্টি সদা প্রবাহমান সুরেলা রিমঝিম।
তার আহ্বানে বাকপের আঙ্গিনায় আসা
পেয়েছি কাব্যপ্রেমীদের অফুরন্ত ভালবাসা।
একদিন হঠাৎ ঘটে গেল এক বড় বিপত্তি
কেউ উঠে পড়ে লেগেছে যেন বাকপ বিরোধী
“বাকপ জিন্দাবাদ” নিয়ে দিলাম এক পোস্ট,
ওমা! দেখি পরের দিন হয়ে গেলাম রিমোভ।
নাছির ভাই বললেন, জানাতে সভাপতিকে
আমার সমস্ত বৃত্তান্ত জানিয়েছি সানি দাদাকে।
প্রশ্ন করলাম, রিমোভের কারণ? কী অপরাধ!
আলাপ সাক্ষেপে কারণ দর্শিয়ে যেত নাকি বাদ?
বললেন, অপ্রিয় কাজটা হয়েছে অসতর্কভাবে
নয়তো বা কেউ বাকপ বিরোধী, নিশ্চিত সে।
সানি ভাই বাড়ালেন, দু’হাত উদার ভঙ্গিতে
থাকুন বাকপের ব্যানারে নাছির ভাইয়ের সাথে।
নাছির ভাই সফল রূপকার, কাব্যগ্রন্থ ‘কবিতিকা’
অনু কবিতার কণা কাগজে নাম হয়েছে লিখা।
বাকপ চট্টলার হাল ধরেছেন, যেন একাই একশ
হৃদয় খানা তার যেন বিরাট আন্তরিকতার বাক্স।
তিনি হলেন নির্ভীক কলম যোদ্ধা, দক্ষ সংগঠক
লেখালেখি তার নেশা-পেশা, যেন নয়তো নিছক।
নাছির ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান
পাবেন তাকে বহদ্দার হাটের “স্মার্ট কালেকশান”।