(বাকপের যুগ্ম আহ্বায়ক কবি তাপস বিশ্বাসকে)
খাইছে রে খাইছে! দাদা আমারে গুরু কয়?
আমি কি এত হতচ্ছাড়া, জ্ঞান গিয়েছে ক্ষয়!
বড়দের গুণ হলো, ছোটদের বড় করে দেখা
ছোটদেরও নাম-যশ হবে, যদি ভাগ্যে থাকে লিখা।
ছোটদের বড় বলা সে তো মহৎ হৃদয়ের লক্ষণ
শ্রদ্ধা, ভালবাসার দাম কিন্তু প্রাণ আছে যতক্ষণ।
অনুজ কবিদের অতি প্রশংসা তাঁর বড় গুণ,
প্রতিনিয়ত বিলিয়ে দিচ্ছেন কবিতার ব্যাকরণ।
তাপস দাদা, কাব্য সমালোচক, দিক-নিদের্শক
হাজারো কবি তাঁর দিকে চেয়ে আশায় উন্মুখ।
কবিতার জন্য পাড়ি দিচ্ছেন, গ্রাম থেকে শহর
কবিতার সুদিন সন্নিকটে, আসবে ভোরের প্রহর।
ছাত্রদের প্রিয় শিক্ষক কবিবর তাপস বিশ্বাস
বাকপের প্রতি অন্ত:প্রাণ, যতক্ষণ আছে নিঃশ্বাস।