যত দেখি ইচ্ছে হয় শুধু চেয়ে চেয়ে রই
এত রূপ-সৌন্দর্য তুমি, বলো পেলে কই?
অপলক নেত্রে চেয়ে থাকা কী যে মধুর!
আড়াল হলেই শঙ্কা জাগে-বেদনা বিদুর।
হে নারী, তুমি কি জানো স্রষ্টার অপূর্ব সৃষ্টি!
তুমি না থাকলে এ ধরায় হতো না বৃষ্টি।
তুমি বিনে এ পৃথিবীর ধ্বংস অবিনার্য
তোমার জন্য কত যুদ্ধ, হারায় রাজা রাজ্য
হতো শূন্য মরুভুমি-পুুরুষ হৃদয় হাহাকার,
তোমার পরশে শীতল হয় যন্ত্রণার পাহাড়।
পুরুষ, নারী ছাড়া কাঙাল, শ্রীহীন, নিঃস্ব
যুগল বন্ধনে প্রেমানন্দে স্বর্গ হোক বিশ্ব!!