এ পৃথিবীতে আমার জন্ম-কেনই বা আগমন?
এ নিয়ে আমার ভাবনার কোন অন্ত নেই।
আমার প্রভু তো তাঁর পবিত্র গ্রন্থে বলেই দিয়েছেন
মানুষ সৃষ্টির উদ্দেশ্য।
মানুষকে চিন্তা-শক্তি দিয়েছেন-তাঁকে সঠিকভাবে চেনারই জন্য
মানুষের জন্য কিছু করার জন্য মনটা কেমন কেমন করে
কারো জন্য কিছু করতে চাই, দিতে চাই
কিন্তু নিতে চাই না, আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতবো কেন?
তিনি তো তাঁরই কাছে চাইতে বলেছেন
তাই হাত পাততে চাইনা কারো কাছে।
আমার চেষ্টা-চরিত সর্বদা, শতভাগ উজাড় করে দিতে
প্রাণের বিনিময়ে হলেও সত্যের জন্য,
সত্য সাধনার জন্য কুন্ঠিত নই প্রয়োজনে।
আমি দিতে চাই, দিতে চাই, আমৃত্যু দিয়ে যেতে চাই
আমি বিনিদ্র রজনী জেগে জেগে প্রভুর কাছে বলে যাই
আমাকে কারো কাছে ঋনী করো না।
কেউ যদি বলে, এ আমার অহংকার
আসমান-জমিনের মালিকের কসম
এতে আমার প্রবল আপত্তি।
জনকল্যাণে কোন কিছু করা
দান-সদকা, সৃষ্টির সেবা-মহৎ প্রাণের নমুনা
কত সময় পর হয়ে গেল, পরজীবনের জন্য
কিছুই তো সঞ্চয় করতে পারলাম বলে মনে হয় না।
ভোগবাদী জীবন-ত্যাগের মহিমা কখনো পারে না বুঝিতে।
হে প্রভু, আমাকে ভোগবাদীদের দলে অর্ন্তভুক্ত করো না।
দুঃখ-যাতনাকে হাসিমুখে বরণ করে নিয়ে
যা আছে তাই বিলিয়ে দিতে চাই
মানবতার মুক্তির মিছিলে শামিল হতে পারা ক’জনের ভাগ্যে জোটে?