মনটা হঠাৎ ইচ্ছে করে
বনের ধারে ছুটতে,
গাছের ডালে হেলে দুলে
হাওয়ায় ভেসে দুলতে।

বনে গিয়ে পাখ-পাখালির
কিচির-মিচির শুনতে,
মায়াভরা এই দুনিয়ায়
মজার সময় কাটতে!

সবুজ টিয়া বলতো ডেকে
শুনবে আমার গান,
গানে গানে মজতো ফাগুন
ভরতো আমার প্রাণ।

এতো খুশি কিসের লাগি
এই না হৃদয়জুড়ে
আল্লাহ-নবীর গান গেয়ে যাই
কী যে মধুর সুরে!