নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হয়।
বিশ্বাস হয় না তোমার!
কত দিন, কত মাস, কত বছর পর
দু'জনার দেখা হলো, কথা হলো
কত মধুর ছিলো সে-ই দিনগুলো।
সকাল শুরু হতো তোমার হ্যালো দিয়ে,
বিকেলে সাময়িক বিরতি...
সন্ধ্যায় আবার শুরু রাজ্যের গল্প, সাধ-আহ্লাদ নিয়ে।
আর রাতের বেলা কত ফিস-ফিসানী, অগোচরে কেউ দেখলো কিনা
ভীরু মন, শিহরিত চাহনি
অপরাধী না হয়েও কেন এই ভীরুতা?
বড় প্রেম নিমেষেই হাওয়া, কত দিন দেখি না তোমায়
তুমি নেই, অনলাইন থেকে নিলাম বিরতি।
মন তো মানেনা, তাই-
মাঝে মাঝে ডু মারি, তুমি এলে নাকি।
কই হারালে, একবারও জানালে না!
নেমে আসে সমস্ত জড়তা-বিহ্বলতা, রাজ্যের হতাশা।
আর কত দিন গুজরান হলে তোমাকে আবার পাবো
অনলাইনে একটিভ, ম্যাসেঞ্জারে শো করবে সবুজ সিগন্যাল
তোমার সশরীর উপস্থিতি জানান দেবে আমায় অপর প্রান্ত থেকে
আমার সমস্ত আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়বে হৃদয়তন্ত্রে।