এ জল নয়, লাশ শীতলক্ষ্যায়
স্বজনেরা দিবা নিশি অপেক্ষায়
রক্ত পিপাসু হায়েনার দল
হীন কুপ্রবৃত্তির জারজ ফল!
নদীর জলে লাশ ভাসে
খুনিরা পাছে কেবল অট্টহাসে।
এ পাশবিকতা, নিষ্ঠুর দস্যুতা
আহাজারি করছে মানবতা!
বিবেকবোধ, মানুষ হন্তারক
বর্বর সভ্যতার পরিচায়ক,
খুনী, পাপিষ্ট, অধম, অবিবেচক
তোদের তরে ঘৃণিত নরক।
এমনি সামগ্রিক অবস্থা আজ
পরিবারটির জন্য আঁধার সাঁঝ,
দেখার নেই কেউ, নাই দায় বোধ
চুন থেকে পান খসলে প্রতিশোধ?
নদীর জলে বস্তাবন্দী লাশ
কী নিষ্ঠুর অদৃষ্টের পরিহাস!
চিহ্নিত গডফাদার করে রক্তপান
যেন যমরূপী সাক্ষাত শয়তান।
নারায়ণগঞ্জ থেকে রানা প্লাজা
চাই খুনের দৃষ্টান্তমূলক সাজা।
জনতার প্রকম্পিত রব চাই বিচার
জানাযাপর গগন বিদারী হুংকার।
লাশ, বনে-বাদাড়ে, খালে-বিলে
পাওয়া যায় সেফ্টি ট্যাঙ্কে, ঝিলে
অন্তঃসত্ত্বার লাশ যত্রতত্র, ডোবায়
সদ্যোজাত সন্তানের লাশ নালায়।
অপহরণ, গুম লাশ আর লাশ,
বয়ে বেড়াও মানুষের অভিশাপ।
নির্যাতিত জনতা জানতে চায়
নিষ্ঠুর জিঘাংসার শেষ কোথায়?