তোমাকে দেখি, জানালার কাছে নারকেল গাছটির পাশে
দূর থেকে দেখলে মনে হয় যেন মায়াবিনি কেউ হাসে।
তোমাকে দেখি, শেষ বিকেলে পাশের বাড়ীর ছাদে
ছুটাছুটি করো ভাই-বোন আর পাড়ার সখীদের সাথে।
তোমাকে দেখি, আড্ডায় মেতে জোৎস্না রজনীতে
মনটা যে হায় কেমন করে, প্রাণটা উতলে উঠে
তোমাকে দেখি, যখন তখন উঠোনের মধ্যিখানে
ছোট ভাইটি কি যেন বলছে তোমার কানে কানে?
তোমাকে দেখি, যেথা সেথা ওগো পল্লী বালা!
তোমার জন্য হাতে নিয়ে গেঁথে বেলী ফুলের মালা।
তোমাকে দেখি, গাঁয়ের কোন কলেজ ক্যাম্পাসে
নিরিবিলি একা কার কথা যেনো ভাবছ বসে বসে?
তোমাকে দেখি, ক্লাসে কখনো অন্যমনস্ক হয়ে আছো
ইচ্ছে করে দেখতে তোমায় আরো একটুখানি হাসো।
তোমাকে দেখি, হৃদয়ের রাজ্যে কল্পনার রানী হতে
মোর ভালবাসা নাও অন্তর নি:সৃত হৃদয়তন্ত্রী হতে।