তোমাকে আমি কত দিন কত কাল কত করে বলেছি,
সময়ে-অসময়ে এসে মনটা চেয়ো না আমার কাছে
একজন মানুষ আমি সামান্য কবি মাত্র!
ছোট্ট একটি মন আছে-এই একটি মাত্র মন দিয়ে
আমি কতজনকে ভালবাসতে পারি?
পরিবার-পরিজন, ভাই-বন্ধু, আকাশ-প্রকৃতি
স্রষ্টা, তাবৎ সৃষ্টি জগৎ, প্রিয় জীবন বিধান
মাটি-আলো-বাতাস, প্রাণীকুল-সবকিছুই
তাদের প্রতি আমার ভালবাসার কমতি নেই।
আমার মনটা তো আর কারো বাধ্য নয়
জোর করে ভালবাসা আদায় কি করা যায়?
এইমাত্র আমার মনটা এলো সুদূর সাইবেরিয়া থেকে
পেঙ্গুইন পাখিদের সাথে মিতালী বন্ধ করে।
কখনো মনটা চলে যায়, আটলান্টিকের ওপারে
লোহিত সাগরের নাবিকরা এখন যে আমার বন্ধু
খানিকটা আগ্রার তাজমহলে আর ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানে
এডামস্ পিকের পাদদেশে বসে কিছুক্ষণ আগে সিলন টিয়ের গন্ধ শুঁকেছে।
আমাজান-নীল নদ আর টেমস নদীও সাতঁরে এসেছে
সেখানে থেকে আকাশ পথে নাসাতে এখন অবস্থান।
আমার হৃদয়টা ভালবাসায় বন্যায় টইটম্বুর
জানো, মনটা একটু আগে বিষন্ন হয়ে হয়ে গেল
বিশ্ব অশান্তির পালে নতুন হাওয়া লেগেছে
অহিংস মগদের হিংস্রতার মাত্র দেখে
দোহাই তোমার, অহিংসা ও ভালবাসার কথা বলে
বিদীর্ণ হৃদয়টাকে আরও ক্ষত-বিক্ষত করো না!