সাধ্য কি কারো আছে আমার মনটা ভাল করার?
কেবল আমার মনে হচ্ছে
এই তো ক্ষণিক আগেই অনেকেই আমার চারপাশে ছিল
তারপর একে একে সবাই বিদায় নিল,
কেবল একজন ছাড়া -
আমি পথের ধারে নরম ঘাসে বসে তাকে অবলোকন করছি
দু’নয়ন ভরে, খোলা আকাশ,
মেঘমুক্ত-জোৎস্না ভরা রাত্রি
হাজার তারার মিতালী, রূপ ঝলসানো তার
রূপালী আলো যেন ঠিকরে পড়ছে মাটির পৃথিবীতে।
কবির হতাশায় চন্দ্রগ্রস্ত হয় না।
তার ভেতরকার কালো পাহাড়ের পিষ্টতা
তাকে একটুও বিচলিত করে না।
কে সে? যার জন্য উতলা এই মন
সূর্য দেয় পরিপূর্ণ আলো এই পৃথিবীকে
তার আর কি ই বা প্রয়োজন?