এক.
জীবন বোধের কাব্যমালা ঝলসে গেছে রোদে
সেই খবরে মেঘমালা উপছে পড়ে ক্রোধে।

দুই.
রাত নিশিতে আর শুনি না ডাহুকের ডাক
সোনার পায়রার কন্ঠে নেই বাক্ বাকুম বাক্।

তিন.
হারিয়ে গেলে কোথায় তুমি কোন্ সুদূরে
তোমার খুঁজে দিশেহারা অচিন প্রান্তরে।

চার.
কত পথ বাকী আর কত পথ অজানা
এগিয়ে চলে প্রেমিক, নয় পুস্পিত বিছানা।

পাঁচ.
যেদিন গেছে আসবে না আর ফিরে কোন দিন
সাম্রাজ্যবাদ ফাঁদ পেতেছে শোধতে হবে ঋণ।