তোমরা যারা মানুষ খুন করছো নির্বিচারে
কি দেবে জবাব খোদার কাছে রোজ হাশরে?
বিনা অপরাধে আইন হাতে নেওয়ার তুমি কে?
কোন জবাব আছে দেবার মালিকের কাছে।
এনকাউন্টার, ক্রসফায়ার আর বন্দুক যুদ্ধ
এভাবে কি করা যায় নির্মূল জনগোষ্ঠি সুদ্ধ?
মানবতার অপমান এর বেশি কি হতে পারে?
খুন থেকে বিরত থেকো অন্তত খোদার ডরে।
করছো তুমি এমন নিষ্ঠুর খুন কার হুকুমে
নির্মম টর্চার করছো কেন রিমান্ডের নামে?
মানুষ হয়ে মানুষকে খুন অমানুষের স্বভাব,
ভয় করো অমোঘ নিয়তি পরকালের আযাব।
বোমা মেরে মানুষ খুন করা জঘন্য অপরাধ
হত্যার চেয়ে বড় আর কোনো নেই পাপ।
খোদা ব্যতীত তুমি কার হুকুমের গোলাম?
চিরতরে তওবা করো নাও খোদার নাম !
জীবনের চেয়ে বড় দামী কিছু নেই তো আর
মহামহিমের কাছে খুনীর কোন নাই নিস্তার।
যেই বুকেতে রয়েছে গাঁথা ত্রিশ পারা কালাম
তুমি কেমন করে ভাবলে সস্তা জীবনের দাম?
ছোট এই জীবনে তুমি এমন কত বড় অফিসার
চুরমার হবে তোমার বাহাদুরী গর্ব অহংকার!
খুনের পেশা ছেড়ে দিয়ে মানুষের সেবা করো
মনে রেখো জীবনের চেয়ে আর কিছু নেই বড়ো।
=====