১.
এক একটি জন্মদিবস অতিক্রম করা মানে
মৃত্যুদিবসকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়া।
ক’জনে নেয় প্রস্তুতি কে জানে?
২.
সচরাচর জন্মদিবস ঘটা করে পালন
এটা কী সভ্যতার কোন অনুশাসন?
তবে গড্ডালিকা প্রবাহে জলাঞ্জলি দেয়ার
কী হেতু? কী ই বা কারণ ?
৩.
জন্মদিবসের শুভে”ছা, ভাললাগা-ভালবাসায়
খুশীর ফোয়ারা বয়ে যায় হৃদমনে।
কানায় কানায় এত ভালবাসা, শুভকামনার ডালি
বন্ধু, জীবনে সার্থকতা আসবে তখন
যখন আপনার তরে ভাববে সবাই, কাঁদবে নিখিল ভুবন।