দূরে কোথাও, বেরিয়েছি দুজনা
গাড়িতে ছিলাম- শহর ছেড়ে হাইওয়েতে
তোমার স্বভাবসুলভ ভঙ্গি, খানিকটা রহস্যময়তা
যখন পাশে থাকো অবিরাম ভাবনা
তোমার হাতে ফুল ছিলো- নাম অজানা
ফুল-পাখি, রঙ-তুলি, নানা রকম তৈজসপত্রতে
আমার জ্ঞান সাধারণ পর্যায়ে, সমস্যা সনাক্তকরণে।
হঠাৎ বললে, এগুলো কী ফুল?
আমি চেয়ে রইলাম তোমার মুখটি পানে।
পারলে না! তোমার অবাক করা চাহনি,
চোখে-মুখে ছিলো হাসির অনাবিল আনন্দ ফোয়ারা।
বললে, ‘গ্ল্যাডিওলাস!’
আমি বললাম, ‘খুব সুন্দর, গ্ল্যারিওলাস?’
তুমি আবার বললে, ‘গ্ল্যাডিওলাস’ স্পষ্ট উচ্চারণ।
বললাম, ‘গ্যাডিওলাস।’
আবারও ভুল উচ্চারণ! ঠিক আছে, আর বলতে হবে না।
হার মানছি- কেবল তোমার কাছে
সবসময় তোমার কাছেই হার মানতে চাই।

সেদিন পুষ্পমেলায় গিয়ে বললাম, ‘গ্ল্যাডিওলাস আছে?’
না, এখন তো সিজন নয়।
শুধু গ্ল্যাডিওলাস নয়, তোমার সে-ই সহাস্য বদন,
হৃদয় কাড়া অভিব্যক্তি মনে পড়ল।
সেই থেকে তোমার মত গ্ল্যাডিওলাসকেও ভালবাসি।
যে ফুল তুমি ভালোবাসো, তা-ই আমি ভালোবাসি
তুমিই তো আমার ভালোবাসার গ্ল্যাডিওলাস
গ্ল্যাডিওলাস,
গ্ল্যাডিওলাস...