কবিতাকে সেই আগের মতো বাসতেভালো সাধ জাগে
নিশ্চিন্ত ছিলাম আমৃত্যু থাকবে পাশে গভীর অনুরাগে,
কোন্ কালে যেন ফুটেছিল প্রেমের কলি স্বপ্নলোকে
দিয়েছিলে প্রতিশ্রুতি শ্রাবণ দিনে অশ্রুসজল চোখে।
বিরানভুমি এখন, শূন্য চারিদিক তেপান্তরের মাঠখানি
যেথায় ছড়িয়ে আছে শত শত স্মৃতি দু’জনার কাহিনী।
সেই মাঠেতে আলতা রাঙা পায়ে, ধুলো মাখা বদন
হাতে রেখে হাত, নীরব অভিসারে কাটতো প্রতিটি লগন।
কবিতা, মনে পড়ে কি তোমার সেই ঝলমলে দিনগুলি
হৃদয় কাঁপানো প্রেমোচ্ছ্বাসে হাসতে তুমি প্রাণখুলি!
বলতো কোন্ অপশক্তির অদৃশ্য প্রেমঘাতি ছোবলে
কেন জ্বলছি এখনো অভিশপ্ত কালো নরকতুল্য অনলে?
স্মরণকালের ভুলগুলো, ফুল হওয়া তো মাত্র সদিচ্ছার
তিক্ত অতীত, ভুক্তভোগী-নেইতো বাধা কাছে আসার।
পারি না কি মোরা নতুন করে ভাসাতে প্রেমের তরী,
এসো দু’জনে আবারও প্রেমের ভিত্তি মজবুত করি।
=====