অস্তিত্বের লড়াই বিপন্ন জনপদ তপ্ত আগুন
মহাকালের বৈপরিত্য নির্জনবাস করো ত্যাগী ধ্যান
প্রয়োজন ফুরালে কিঞ্চিত ভুলে ভরা রোদন
মৃত্যুর পরওয়ানা আগুনের ফুলকিরা আগুয়ান।
ঐ দেখো সন্মুখে সাধুবেশে শয়তান দাঁড়িয়ে
চ্যালেঞ্জ মানুষকে হারাতে সত্য-মিথ্যার লড়াইয়ে
মুহুর্তের সিদ্ধান্তে হও অগ্রগামি ঝান্ডা হাতে
ভালো-মন্দ বাছ-বিচারের নেই যে সময় তাহাতে।


ছাড়ো তুমি আমায় রেখো না তোমার বাহু ডোরে
দৃঢ় বিশ্বাস নিয়ে বিপদগ্রস্তজন খুঁজে ফিরে
পিছটান না ভেবে বুক ভরা ছিল কতো আশা
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আবার কাছে আসা।
উপলদ্ধি আর অনুভব অনন্ত মিশন শেষে
যখনি তারা দুর্ভোগ কেটে উঠবে আবার হেসে
সে শুভলগ্নে অপেক্ষা করো কদম ফুল হাতে
আসবো ফিরে কন্ঠে উল্লাস আর বিজয় ধ্বনিতে।