আমার সবুজ বাংলায় দোলে সোনালী ধানের শীষ
পদ্মা, মেঘনা, যমুনাতে ভরা রূপালী ইলিশ!
নীল আকাশে ভেসে বেড়ায় পাখি ঝাঁকে ঝাঁকে
দিন দুপুরে ঝিরি ঝিরি বাতাস শালিক ডাকে।
আমার দেশের সুফলা শ্যামল বেলে পলিমাটি
মাঠে মাঠে ভরে গেছে সোনালী আঁশের আঁটি।
বাংলা মায়ের সোনার কাঁকন অনেক বড় দামি
স্বপ্ন সুখের এই বাংলা সবার প্রিয় জন্মভূমি।
ষড়ঋতুর পালাবদলে দেখি নয়নাভিরাম রূপ
কাদা মাটির সোঁদা গন্ধে ভরে যায় সবার বুক
এই বাংলায় ছড়িয়ে আছে হাজার নদী-সাগর
নানান রঙের মেলা বসে সারাটি মাস-বছর।
নদীর বুকে পাল তুলে নৌকা চলে বন্দরে
লাখো শহীদের স্মৃতি গাঁথা সবার হৃদয় কন্দরে।
রক্তিম সূর্য স্বাধীনতার মোরা ছিনিয়ে এনেছি
দুঃখ-কান্না সব ভুলে মোরা আনন্দে মেতেছি।
সবার সেরা জন্মভুমি আমার সোনার প্রিয়দেশ
দেশকে গড়তে ভুলো সবাই হানাহানি বিদ্বেষ
এদেশেতে জন্মে খোদা ধন্যবাদ তোমায় অশেষ
সবুজ শ্যামল সোনার বাংলা অন্তরেতে স্বদেশ।