এই বুকেতে অনেক কষ্ট চাপা দিয়ে রাখি!
যত দু:খ আসুক না কেন হাসি মুখে থাকি।
যন্ত্রণার পাহাড় থেকে অঝোর ধারায় ঝর্ণা
প্লাবিত হয় জীবন নদীটা অশ্রুর বন্যা।
সুন্দর এই জীবনে যদি বাড়ে কখনো যাতনা!
অনেক সময় বেঁচে থাকার সাধ আর হয় না
ছুঁড়ে ফেলে জীবনের তিক্ত স্মৃতি-হতাশা
অশান্ত সংসার সাগরে বাঁচার ক্ষীণ আশা!
কারো জন্য জীবন ধ্বংস করার নেই মানে
দু:খ-কষ্ট-যাতনা থাকুক তার যথাযথ স্থানে
বেঁচে থাকার তরে চাই প্রেরণা, অদম্য সাহস,
চাই নিরন্তর ভালবাসা আর সুখের পরশ।