সমাজের মাঠে আমরা খেলি কেমন খেলা,
সবাই মিলে গড়ি এক দুনিয়ার মেলা।
তিনটে পয়সার বিনিময়ে, মাটির খেলনা,
গোটা পাড়া পড়ে হাসে, সুখের এমন সোহাগনা।

একটা মানুষ ঘুমিয়ে থাকে বিলাসে,
আরেকজন ওদিকে করে আধুনিকতা-শ্বাসে।
একদিকে যত সমস্যা, ততটাই সমাধান,
মাঝে মাঝে দেখি, উল্টে গেছে বেলায়ান।

বাজারে দাম বাড়ে, কপাল কেটে ফাটে,
নতুন নতুন সংবিধান, তাতে ভাত কই আসে?
সবাই চায় রাজা হতে, কিছুতেই রাজ্য নেই,
জনগণ খোঁজে তখন, ঐ সোনালী চাঁদনি বেড়াই।

শাসন আর প্রশাসন কেমন মজার ঠাট,
যেন মঞ্চে দাঁড়িয়ে সবাই দেখছে নাটক।
জনগণ সুখী হবে, পিরিচের দাও গুণ,
তবুও দেখবে সমাজে, হাসির রঙ একদম লুন্ঠন।