ঘুষের নেশায় মত্ত,
নেই তাদের বোধ,  
আইনও পকেটে থাকে,
থামে না কোনো রোদ।

খবরের ফাঁদে পড়ে,
সত্যি হয় মিথ্যে,  
টাকা দিলে নিউজ হয়,
ভিন্ন রঙের চিঠে।

ভোটের আগে প্রতিশ্রুতি,
উন্নয়ন আর সাধ,  
ক্ষমতায় এসে ভুলে যায়,
চুরি করে খাদ।

ক্ষমতায় থাকি, দেখি সব,
টাকার লোভে বসি,  
আইন থাকে কাগজে,
কাজে নেই কোন শাসি।

দলীয় বলয়ে,
লুটের মেলা,  
জনগণের সেবায় মরে মরে খেলা।

ফাইল চলে টেবিল পেরিয়ে,
ঘুষ ছাড়া নেই কাজ,  
দরকার হলে লম্বা হয় লাইন,
সরকারি সেবার সাজ।

স্বাধীনতার পথে হাঁটি,
অন্যায়ের বিরুদ্ধে,  
শিক্ষার্থী মরে বাঁচে,
ন্যায়বিচার নাই বৃক্ষে।