আমার ছোট্ট সুন্দর গ্রাম,
সবুজে ভরা চারপাশ,
ফুলে ফলে শোভা পায়,
মনে লাগে ভালোবাস।

পাখিরা গান গায় সকালবেলা,
খেলতে যাই আমরা,
নদীর ধারে মাছরাঙা বসে,
দেখে হাসে ধারা।

ধানের খেতে সোনা ঝরে,
হাওয়ায় দোলে শিষ,
গাছের ছায়ায় বসে থাকি,
পাই যে কত শান্তি বিশ।

আমার গ্রাম, তোমার গ্রাম,
সবার প্রিয় জায়গা,
এই মাটিতেই গড়া হবে,
স্বপ্নের এক মহাকায়া।