ও ডিবি ভাই, ডিবি ভাই,  
তোমার কাজ কি কোন খেলা?  
লাগাও চোখে কালো চশমা,  
ধরি পাড়ি গড়ি মেলা।

অপরাধী ধরবে বলে,  
চলছো পথে অজানা।  
আসল অপরাধী যেথা,  
সেথায় পড়েনা কানা।

ভুল-ভ্রান্তির জালে জড়িয়ে,  
হয়ে যাও হেনস্থা।  
পকেট খালি, সাইকেল ছেড়া,  
কিছুই নেই দান খোঁচা।

গরীব মানে ধরা, নয়তো,  
শুধু বাড়াই জেরা।  
খুঁজো তুমি কাঁচা খোকা,  
চুরি করেছে ভেরা।

নয়তো আছে বড় সেলামি,  
খাওয়া দাওয়া ধুমধাড়াক্কা।  
এমনি করে চললে ডিবি,  
সত্যিই তুমি বেআক্কা!

সবার কাছেই বড় ভয়,  
ডিবি নামের সে মহা রহস্য।  
ভুল ধরলেই মহা বিপদ,  
হয় পকেটে চালান-ফরমাশা।

তাই বলি ভাই, একটু ভেবে,  
নামটা তোমার ফেরাও দৃষ্টি।  
অন্যায় ধরা সত্যি বলো,  
দিতে পারো কি সেই গ্যারান্টি?

যদি পারো, তোমায় মানি,  
নইলে তুমি হেয় বেআক্কা।  
সত্য-মিথ্যা সবার মাঝে,  
থাকবে তুমি সবার চোখে ভাঁড়া।