তাওহিদের আলোয় ভরা, সোনালী এক রাষ্ট্র,
ইসলামের পূর্ণ ছোঁয়া, যেখানে শান্তি বসত।
শুদ্ধ নীতির পথে চলে, ন্যায়ের উচ্চ মসনদে,
প্রভুর ইচ্ছায় গড়ে ওঠা, মুক্তির পরশ খুঁজে।

কোরআনের ছায়ায় বসে, বিচার হয় সমান,
অন্যায় অত্যাচারে নেই, নির্যাতনের গান।
মদিনার সেই আদলে, নতুন এক রাষ্ট্র গড়ে,
নবীর সুন্নাহ মেনে চলে, আদর্শ ধাপে ধাপে।

বুদ্ধির জাগরণ করে, হৃদয়ের মুক্তি আনে,
ইলমের আলোয় আলোকিত, জ্ঞানের পথে টানে।
আত্মশুদ্ধির চেতনায়, হৃদয় করে দীক্ষা,
খোদার নৈকট্যে পৌঁছে, পায় জীবনের দিশা।

সকলের অধিকার মেলে, সম্প্রীতির বাণী,
বিধবা, এতিম, দরিদ্র—সবারই মুখে হাসি।
জাকাতের বন্টন চলে, আর্থিক ন্যায় প্রতিষ্ঠা,
সবাই মিলে সুখে থাকে, সৃষ্টির পূর্ণ হক্ব।

আদর্শের মানদণ্ডে, উঠে আসে সেই দেশ,
জাহান্নামের ভয়ে তাড়িত, জান্নাতের পথে ক্লেশ।
শাসকরা সবাই আল্লাহভীরু, আখলাকের উজ্জ্বলতা,
দুনিয়ার মোহ থেকে মুক্ত, সত্যের প্রতি একনিষ্ঠ।

মসজিদের মিনারে ওঠে, ঈমানের ধ্বনি,
আযানের সুমধুর সুরে, প্রভুর ইশারা সানি।
মুসলিমের হৃদয়ে জেগে, তাওহিদের শপথ,
ইসলামের আলো ছড়ায়, মুছে দেয় সব কালো পথ।

মহানবীর (সা.) আদর্শে, গড়ে ওঠে সেই দেশ,
ইসলামের শাশ্বত পথে, প্রার্থনার গান মেশ।
নবীর সেই সুন্নাহ ধরে, জীবন হয় পূর্ণ,
দ্বীনের পথে চলে সবাই, ইহকাল হয় গুণ্য।

ইসলামিক রাষ্ট্র মানে, শান্তির পরশ মেলে,
আল্লাহর আদেশ মেনে, চলে সবাই এক দলে।
বিশ্বের সব রাষ্টের মাঝে, হবে শ্রেষ্ঠ একটি,
সেই ইসলামিক রাষ্ট্রে থাকবে, ন্যায়, প্রেম, আর শান্তি।