তুমি বৃষ্টি দেইখো না,
ভয় হয় যদি চোখে
অশ্রু এসে পড়ে?
তুমি রোদ দেইখো না,
যদি তোমার হৃদয়খানি
পুড়ে ছাই হইয়া যায়?
তুমি আকাশ দেইখো না
যদি অন্তহীন নীলিমায়
হারাইয়া ফেলো নিজেকে?
তুমি শুধু তারেই দেইখো
যারে দেখলে তোমার
চোখের পাতা অল্প কাঁইপ্যা ওঠে!