আকাশের দিকে চাইয়া চাইয়া
কহন যে বাতাসে বিলীন হইয়া গেলো—
তুমি টেরও পাইলা না।
তুমি তোমার আকাশে
তোমার ঘুড়ি উড়াইতে ছিলা—
বাতাসের বেগ ছিল না তোমার হিসাবে।
ভুলটাতো ওইহানেই হইয়া গেল,
তুমি টেরও পাইলা না।
তোমার ঘুড়ি তো কাইট্টা গেছে
এহন তুমি যাইবা কই?
কার দুয়ারে ঘুইরা ঘুইরা করবা তুমি
ঘুড়ির খোঁজ?
কাটা ঘুড়ি উইড়া যাবে নতুন ঠিকানায়,
বাসা বাঁধবে নতুন পাখির লগে—
তুমি টেরও পাইবা না।