পৃথিবীরে আমি জিগাইছিলাম,
তুমি কান্দো কেন?
পৃথিবী আমারে জবাব দিলো না।
আমি আবারো পৃথিবীরে জিগাইলাম,
কান্দো কেন তুমি, পৃথিবী?
কিন্তু, এইবারও আমি জবাব পাইলাম না।
তারপর আমি পৃথিবীরে
এই জীবনের না পাওয়া তুমিগুলার গল্প শুনাইলাম।
পৃথিবী কান্দন থামায়া হাসন শুরু করলো।
পৃথিবীর হাসনের তোরে—
দুইটা কাক কা কা কইরা উইড়া গেলো।
দুইটা কুত্তা ঘুম থাইকা উইঠা দৌড় দিলো।
দুইটা মানুষ, দুইটা মানুষ তবু ফিরাও চাইলো না।
তারা তাগো মতো বইয়া রইলো।
আমি এইবার পৃথিবীরে জিগাইলাম,
তুমি হাসো কেন, কেন হাসো তুমি পৃথিবী?
পৃথিবী জবাব দিলো না।
মানুষ দুইটা খালি উইঠা দাঁড়াইলো,
চইলা গেলো যে যার দিক— ফিরাও চাইলো না।
না আমার দিক, না তাগো নিজেগো দিক...