আড্ডা জমা বিকেল বেশ তো ছিলাম আমি।
হটাৎ-ই ভাল লাগা তোমাকে। অজানা পৃথিবী জুড়ে।
এক ঝাঁক কথা। কিন্তু নীরবে তোমার পিছু চলা।
আর কত বার পিছু নিব? হলাম তোমার মুখোমুখি।
বলে দিলাম না বলা কথা।
তারপর চলে মুঠোফোনে রাত দিন কথা।
মনের অজান্তে জেনো কাছে আরো আসা।
দুটি মন যেন এক হয়ে আছে।
এরপর কত যে স্বপ্ন মনে মনে আঁকা।
নতুন পৃথিবী আঁকা।
তাকে সব যত্নআত্তি দিয়ে ঘিরে রাখা।
তার মাঝে যেন বেঁচে থাকা।
ছেড়ে যাব না কখনো কথা দেয়া দুজনে।
ধীরে ধীরে জীবন গঠনের ব্যস্ততা।
সময়ের ব্যবধানে কালো মেঘের আঁধার নামে।
পাশাপাশি কিন্তু বাড়ে যে দূরত্ব।
মনের অজান্তে অবহেলা।
জমে অভিমান, দেখে না দেখা।
রাগ অভিমান বেড়ে যায় বহুগুণ
গল্পটা হয়ে যায় নীরবে শেষ।