হাসি গুলো বলে যায়, "কান্না গুলো দিয়ে গেলাম দুয়ারে।
আমি একটু হেসে বলি ,"আসতে দাও তাকে ।
বরণ করবো নিজের হাতে তাকে আমি।
কিন্তু হাসি তুমি কেনো আমাকে ফেলে যাবে?
হাসি বলে আমি যাচ্ছি নাতো, আমি থাকবো চিরকাল তোমার সাথে,
তবে, আমি থাকব তোমার মুখের কৃত্তিমত্তা হয়ে।
কেন তুমি থাকবে কৃত্তিমত্তা হয়ে?
হাসি বলে, যার জন্য ছিলাম আমি সে যে যাচ্ছে হারিয়ে।
মাঝে আবেগ এসে বলে হাসি তো সাহায্য করছে তোমাকে।
নৃশংস দহনে তুমি যখন কাঁতর তখন মুখের কৃত্তিমত্তা হাসি তোমার অস্ত্র।
এই নির্জীব হাসি তে থাকো তুমি অনেক সুখি।
আমি বলি আমি আর চাইনা যে কৃত্তিমত্তা হাসি,
আজ থেকে থাকবো আমি নির্জীব হয়ে তবুও চাইনা হাসি।
চাইনা আমার কৃত্তিমত্তা অস্ত্র, চাই আমি আসল অস্ত্র ভালবাসা।
হাসি তুমি চলে যাও এসো না আর আমার কাছে,
থাকবো আমি অনেক সুখে তোমার ঐ নির্জীবতা নাশ করে ।