বুঝতে পারলাম আমার মন খারাপ,কিন্তু কেন?
মন খারাপের করন খুঁজতে খুঁজতে পাই আনন্দের দেখা
সেকি আনন্দের মন খারাপ ? নাকি আমার ভুল ?
সূর্য বলে আলোর দিশা থাকুক না হয় দূরে,
শান্ত হোক মনের তৃষা বৃষ্টি জলে ভরে।
আনন্দ আনন্দে যাকে উলটপালট বিন্যস্ত রাখে
ভারী মন খারাপের ধুম পড়েছে শ্যামতলীর গায়েও।
বদলে গেছে চুড়ির রং আজ মনের রংয়ের ভিড়ে
ঘাসফড়িংয়ে লাল ধরেছে সবুজ রঙটি ভুলে,
কাঁদা মাটির বদলে এখন ধূলো বালি জমে
পুরনো এক চিঠি ছিল নতুন কেনা খামে।