ঝুম বৃষ্টি
যেন ঝনঝন নুপুরের ধ্বনি
উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা
শুধু তোমার দিকে।
টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা
বাড়িয়ে দাউ তোমার হাত লাগাই ছোঁয়া.....
শীতল পরশে...........অনুভূতিতে
স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে জেনো অন্ধকার
পাশেই নিরব নিস্তব্ধ বেঞ্চিতে বসে
বৃষ্টিতে ভিজে ঐ তো সেদিন
দুইজন দুজনের হাতে হাতটি রেখে
বলেছিলে যাবে না কোনদিন।
খুশিতে হাত্তহারা হয়েছিলাম।
গান গাইছিলে তুমি....
ঝুম ঝুমা ঝুম বৃষ্টির দিনে
উচাটন মন মোর গেয়ে উঠে........
নীরবে নীরবে....চুপিসারে.....
যেখানে কেউ নাই নাই রে।
হ্যা সাথে আমিও তাল মিলিয়েছিলাম.........
রিমঝিম রিমঝিম এই বাদল দিনে।
চলে গেছ আজ তুমি কতদুরে
হারিয়ে গেছ কোথায় জানিনা যে আমি।
তুমিহীন আজ আমি একা পথে হাটি
তবুও কষ্ট যে নায়, জানি আছো তুমি ভালো।