পূর্ণিমার রাতের আকাশের চাঁদ
আর তোমার ঘুমন্ত মুখ খানা যেন একি রকম।
গভীর রাতে, বিশ্ব যখন নিদ্রামগ্ন,চাঁদ যখন আকাশে আর তুমি ঘুমন্ত
আমি ভাবি দেখব কাকে? চাঁদ কে নাকি তোমাকে।
চাঁদের নেই নিজের আলো কিন্তু তোমার আছে নিজস্ব আলোর মতো রূপ।
আমি পূর্ণিমা দেখবো বলে বসে নেই ।
বসে আছি তোমার ঘুমন্ত মুখ খানা দেখার জন্য।
আমি অপেক্ষা করি সেই রাত্রির, যে রাত্রে শুভ্র গোল থালার মতো চাঁদের আলো কে তোমার রূপের আলো ঢেকে দিবে।
আমি ভালোবাসি চাঁদ, ভালোবাসি জোছনা।
ভালোবাসি স্নিগ্ধ কোমল আলো টিকে।
কিন্তু তোমার রূপের থেকে বেশি না।
যেমনটি বলেছিলাম, তোমার চেয়েও সুন্দর হতে পারে না জোছনা
হয়তো বিগত সব জোছনা কে ছাপিয়ে গেছে তোমার ঘুমন্তের সৌন্দর্য, তার তীব্রতা।
তোমার রুপ দেখবো বলে বসে আছি
প্রতি রাতের জন্য আজো এখানেই বসে থাকবো, যতক্ষণ না ভরের আলো এসে তোমার ঘুম ভাঙ্গে।
হয়তো আমার জীবনের শেষ রাতটিও এইভাবে কাটবে।
দু’নয়ন ভরে দেখব আমি শুধু তোমাকে।
আমার ঘুমন্ত পরী।
Bloge= https://minhajtanvir.blogspot.com/2018/10/writer-minhaj-tanvirghumontopori.html