ক্লান্তিকে বলেছিলাম, এখনি চেয়োনা মখমল সুখ
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে থাক...
ঘর, দরজা, জানালা, পর্দা জুড়ে তখন বিরক্তির এক শেষ
পিতলের কলস-ভরা স্বর্ণমুদ্রা আমার কোন দিনই ছিলনা
তবু মাটি খুঁড়ে খুঁড়ে পেলাম দু'টি মেহনতি হাত ।
এখন লাঙ্গল কোথায় পাই, হালের বলদ ?
একজন ফোন করে বলল, আগাছা পরিস্কার করতে হবে
প্লিজ, এখনি চলে আসুন...