উষ্ণতা//

আমাকে একটা মাঠ দেখিয়ে
সে বলল, এখনি কিছু সর্ষে ফুল এনে দাও

অথচ আমি তখন শীতের কাঁথার জন্য অপেক্ষা করছি...

প্রতিক্ষিত//

বৃষ্টির শরীরে শীতের কোন ইমো ছিল না
তবু কেউ কেউ সোয়েটার, জ্যাকেট পরে বের হলো

আর তাই দেখে হাতপাখাটা খিল খিল করে হেসে উঠল...

শীতবউ//

বাতাসকে পাঠিয়েছিলাম উত্তরে,
হিমালয়কে ছুঁয়ে আসার পর শুরু হলো কুয়াশা...

এখন তোমাকে দেখলেই শীতবউ শীতবউ মনে হয়