যে তুমি ১০১টা নীল পদ্মে অভিযোগের দূর্গম পাহাড়
সে তোমাকে এক শিশি নেইলপলিশ দিয়ে ডিঙ্গিয়ে যাব বিশ্বচরাচর,
- সেটা আমি ভাবিনি । কারণ
পূর্ণিমাও একদিন পর হয়ে যায় ক্ষয়ে যাওয়া চাঁদ
আর তুমি টোলপড়া গালে প্রতিদিন হাসির ফোয়ারা;
আমি হিদেন, তোমাকে বাঁধা দেব আকাশের আরশিতে !
বসুন্ধরা, নিউ মার্কেট, গাউসিয়া বন্ধ রয়েছে তো কি হয়েছে ?
যাও রাপা প্লাজা, আড়ং, সেজান পয়েন্ট অথবা মৌচাক...
তোমার সৌন্দর্যের কাছে কাফনের কাপড় কিছু না !
আমি বরং বারান্দায় দাঁড়িয়ে থেকে টিসিবির গাড়ির অপেক্ষা করি,
যদি পঁচিশ টাকা দরে পিঁয়াজ পাওয়া যায়, তবে
কেজিতে বেঁচে যাবে পনের টাকা
তোমার সৌন্দর্য রক্ষায় খাওয়ারও মনে হয় কিছুটা ভূমিকা আছে ।