১.
তুমি আগে জেল থেকে বের হও
তারপর শুরু করব নির্মাণ কাজ
মাত্র তো আড়াই শতাংশ জায়গা
তার উপর হবে এক ইউনিটের বাসা
এক তলা এবং দু'তলা মিলে হবে আমাদের
ড্রইং রুমের ভেতর দিয়ে একটা সিঁড়ি থাকবে

তুমি যেন আবার কবুতরের খোপে ঢুকে পড়োনা

২.
তিন বছর পর চোখ তার বাজারের ফর্দ...
হুকুমগুলো কি সব অপরিবর্তনীয় ষড়ঋতু ?
বৃষ্টিজলে একাকার...

অথচ আমি ছাদের উপর জলছাদ দিয়েছি
দু'শ বছরের টেকসই নির্মাণে
যেন ভালোবাসার অভাব না হয়