দীর্ঘ পথও কখনো সংক্ষিপ্ত হয়
যখন তোমার রঙিন শাড়ির ভাঁজে
নেপথোলিনের গন্ধ
কুমারী বাতাসে
ধূসর মেঘে আটকে যায়
তখন কারো গোলাপ-ঠোঁটের পাপড়ি-রঙ
শুষে নেওয়ার জন্য অপেক্ষা করে
কিছু কাকাতুয়া...
অথচ সাদা এবং কালো ছাড়া
আর কোন রঙই তখন অবশিষ্ট থাকেনা
দীর্ঘ পথ এভাবে সংক্ষিপ্ত হওয়া ভালো না