জানো তো, একটিও কলকাঠি নেই আমার; তাই
যাদুর পরশে ধরে আনতে পারিনা কবুতর-সুখ,
তবে ইচ্ছে করলেই আকাশের গায়ে
লিখে দিতে পারি কিছু চাঁদ-তারা ভাবনা
রাস্তাটা তো পড়েই আছে পোড়াবাড়ি চমচম...
শুধু কুয়োর ভেতরে তুমি আর রশি নামিয়ো না
তাহলে কাঁটার সাথে উঠে আসবে জং ধরা বালতি
তখন ভালোবাসাকে মনে হতে পারে প্রতারণা