শাস্তি//
পুলিশকে কবিতা শোনাতে যেওনা
চোর পালাবে
কবিতা তখন কাঠগড়ায় দাঁড়াবে
ইতিহাস//
চাইলেই নিতে পারো রিলিফ পাশ
প্রশ্নপত্রের গলায় কেন পরাও ফাঁস ?
ধূর্ত//
মোঁচের পানি দিয়ে নাক মোছে
বিড়াল
নখগুলো আগের মতই রয়ে গেছে
কেবল মুখটা শেয়াল শেয়াল