পুঁজি//
এক ছটাক তেল
তিন বছর পর হোটেল সোনার গাঁ
ব্যাবসায়িক কোটায় প্রধান মন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
দূরে দাঁড়িয়ে আলাউদ্দীন হাসে...
সর্বহারা//
পেটের ভেতর লোহা বাবা, মুখে ক্ষুধা নাই
শাড়িটা কী যে নরম, আঁচলের ছায়া চাই
দুনিয়ার মজদুর, এক হও এক হও...
মূল্য//
প্রজাপতির পাখায় বেঁধে দিলাম চাহিদা
ভালোবাসা নয়, আগে ভাত চাই