দূর্গন্ধ//

১০০ গ্রাম গণতন্ত্রে জমেছে তিন গাড়ী ময়লার স্তুপ

পরিস্কার করার দায়িত্ব নাকি সিটি করপোরেশনের

দাওয়াই//

হাটে হাড়ি ভাঙ্গার আগে মুজিব-কোট চেনা থাকলে
বিচার পতির সহজে ক্যান্সার হয় না

নিয়োগ//

ওর এক চোখে নাকি নৌকা দেখা যায়
কষে একটা ধমক দিলে, আরেক চোখে জল গড়াই...

মুভি রিভিউ//

প্রথম ছবির ফার্স্ট লুক নিয়ে কেউ তেমন ভাবেনি
দ্বিতীয় ছবিতে মার-দাঙ্গা ছিল বেশ
আর তৃতীয় ছবি তো দর্শকহীন সুপার হিট

শুধু ক্যারেক্টারটা'ই যা চরিত্রহীন ডাইনির