এঁড়ে//

যে এঁড়েটি লন্ডনে পালিয়ে গেছে
তাকে অবশ্যই ধরে আনা হবে
কারন ইস্পাতের ছুরি বানিয়ে
তাতে শান দিচ্ছে ১২০ জন কসাই...

জবেহ করার পর ৫৬ হাজার বর্গ মাইলে
ছড়িয়ে দেওয়া হবে রক্ত
তাতে গোস্তের দাম না কমলেও
মধ্য যুগ ফিরিয়ে আনা যাবে সহজে

তারপর প্রশস্ত রাস্তাজুড়ে ১৫০ বছর
ফুরফুরা বাতাসে আহা কী যে স্বাধীনতা !

জটিল//

তোমাকে বুঝতে পারিনা ঠিকই
তবে পড়তে পারি একটু একটু

যদিও বাসন্তী টিপ-এর কোন সমীকরণ নেই
নীল হয়ে যাওয়ার আগে