বন্ধক//

উন্নয়নের নীল জলে গা ডুবিয়ে
স্বৈরতন্ত্র পান করার একটা মজা আছে

যদি তুমি মেরুদন্ড বন্ধক রেখে আসতে পারো

মলম//

আমারও কিছু উন্নয়ন দরকার ছিল
ভাড়া করা লোক দিয়ে স্টেডিয়ামের কাঁধে
তুলে দিতাম নৌকা । তারপর চোখে কালো চশমা পরে
যত দিন পারা যায় চালাতাম সাঁড়াশি অভিযান...

হঠাৎ কলস ভরে স্বৈরতন্ত্র নিয়ে আসলো বোলতার চাক

এখন দেখছি ঘষেটি বেগমও শরীরে মলম লাগায়
আর আমি ৫টা লেজকাটা শেয়ালের সাথে পাল্লা দিয়ে দৌড়াই...