মুখ//

তোমার মুখটা নাকি এখন ৩২ পিস এর ডিনার সেট
কোন ডেকোরেশন ছাড়াই অনন্য সুন্দর

অথচ কতদিন যে ব্যবহার করা হয়নি !

জন্মদিন//

আজ আর খিচুড়ী-হাড়ির কথা বলোনা
কারন এখনো চেয়ে আছে বাকশাল
যদিও কাঙালী-ভোজ অবৈধ নয়, তবু
শিশু-কিশোরদের মগজ ধোলাই করার
এখনি সময়...

বাংলাবাবা দীর্ঘজীবি হও...

আগুন//

আমাকে একটা প্রস্তরযুগ এনে দাও
এত আগুন আর ভাল্লাগেনা

দরকার হলে পাথরে পাথর ঘষে নেবো