কৌশল//
টোপ দিয়ে মাছ ধরা সহজ
পরিষ্কার পানিতে বড় মাছও পরিষ্কার চেনা যায়
ভাষণ//
সারারাত মোঁচে তা দেওয়ার পর
সকাল বেলায় পাঁচ লাখ পয়তাল্লিশ হাজার টাকা নিয়ে এলো স্বাধীনতা
অথচ পাঁচ'শ টাকার মাথা এখন কিনতে হয় এক হাজার টাকায়;
বাকী থাকে কিছু এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
এখান থেকে তুমিও নিতে পারো কিছু স্বাধীনতা
তবে সংগ্রাম করতে যেওনা । গুম হবে ।
অর্থহীন//
ঘোড়ারোগের একটা মলম আবিষ্কার করলেই
যদি পাওয়া যেতো ইউনেসকোর স্বীকৃতি, তবে
গোটা সোহরাওয়ার্দী উদ্যান ফ্রি নিয়ে নিতাম
তারপর মাইক ফাটিয়ে বলতাম, জয় বাংলা !!!