শর্ত//
ছুরিকাঘাত হওয়ার আগে কিছু শর্ত মেনে নিলে
তোমাকেও নিরাপত্তা দেওয়া হবে, তখন
গাঁজার টানে দেখতে পাবে মৌলবাদী প্রেম...
মশাল মিছিল//
অনেক মশাল এক সাথে প্রস্তুত রাখার অর্থ হলো
কাকটা বসার আগে জেনেছিল, তালটা পড়ে যাবে ।
হাসপাতাল//
পাঁচটা সেলায়ের পর তিন দিন রেস্ট,
তুমি এসেছো বলে এত তাড়াতাড়ি যেতে পারিনা
রজনীগন্ধ্যার স্টিকে রাজনীতি খুঁজো না